অদ্য ২৪ জুন, ২০২৫ খ্রি. তারিখে বাংলাদেশ সেনাবাহিনীর নেত্রকোনা সদর ক্যাম্পের লেফটেন্যান্ট জনাব মোঃ রেজায়ে রাব্বি তালুকদার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণার সহকারী পরিচালক জনাব মোঃ নাজমুল হক মহোদয়ের নেতৃত্বে একটি রেইডিং টিম গঠন করে ময়মনসিংহ জেলার গৌরীপুর থানাধীন মইলাকান্দা ইউনিয়নের নওপাই গ্রামস্থ অনজনা আক্তার (২৯), স্বামী- মোঃ আশরাফুল ইসলাম, পিতাঃ- মোঃ তোতা মিয়া, সাং- নওপাই, থানা- গৌরীপুর, জেলাঃ- ময়মনসিংহ কে বিকাল ৪:৩০ ঘটিকায় ৪০ গ্রাম হেরোইন, ৫০ পিস ইয়াবা ও মাদক বিক্রয়লব্ধ নগদ অর্থ- ১,৪৭,৮০০/- (এক লক্ষ সাতচল্লিশ হাজার আটশত) টাকাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অনজনা আক্তার (২৯) কে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয় এর উপ-পরিদর্শক মোঃ খসরু আল মামুন বাদী হয়ে গৌরীপুর থানায় একটি এজাহার দাখিল করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস