Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

"হটলাইন  +৮৮০১৯০৮-৮৮৮৮৮৮ এ তথ্য দিন, নিরাপদ থাকুন, মাদকমুক্ত দেশ গড়ুন"


শিরোনাম
অদ্য ৫ জুলাই, ২০২৫ খ্রি. তারিখে বাংলাদেশ সেনাবাহিনীর নেত্রকোনা পূর্বধলা ক্যাম্পের লেফটেন্যান্ট জনাব মোঃ রকিবুল এহেসান এঁর নেতৃত্বে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণা
বিস্তারিত

অদ্য ৫ জুলাই, ২০২৫ খ্রি. তারিখে বাংলাদেশ সেনাবাহিনীর নেত্রকোনা পূর্বধলা  ক্যাম্পের লেফটেন্যান্ট জনাব মোঃ রকিবুল এহেসান  এঁর নেতৃত্বে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণা কর্তৃক একটি যৌথ টিম গঠন করে পূর্বধলা থানাধীন গোহালকান্দা ইউনিয়নের জালশুকা মোড়স্থ অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযানকালে ১. মোঃ জজ মিয়া (৩০), পিতাঃ- মোঃ মনসুর আলী আকন্দ, মাতা- মোছাঃ রুমেলা খাতুন, সাং- তাত্রাকান্দা, ২. মোহাম্মদ আলী (২৭), পিতা- জাহের আলী, মাতাঃ- জাহানারা খাতুন, সং- বড়আনী, উভয় থানা- গৌরীপুর, জেলাঃ- ময়মনসিংহ কে রাত ২:০০ ঘটিকায় ২ (দুই) কেজি গাঁজা ও Discover 110 মডেলের একটি মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ জজ মিয়া (৩০) ও মোহাম্মদ আলী (২৭) কে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয় এর পরিদর্শক মোঃ আল-আমিন বাদী হয়ে পূর্বধলা থানায় একটি এজাহার দাখিল করেন।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
05/07/2025
আর্কাইভ তারিখ
05/07/2026