শিরোনাম
ঘটনার তারিখ ০৬.০৮.২০২৫ গৃহীত আইনগত ব্যবস্থা: আসামীদের বিরুদ্ধে পরিদর্শক জনাব মো : আল আমিন বাদী হয়ে আটপাড়া থানায় একটি নিয়মিত মামলা দায়েরর প্রস্তুতি নিচ্ছেন
বিস্তারিত
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় , নেত্রকোনা কর্তৃক উদঘাটিত মামলার তথ্য :
১) ঘটনার তারিখ ০৬.০৮.২০২৫
২)সময়ঃ ২০:০০-২১:২০ ঘটিকা।
৩) ঘটনাস্থল: আটপাড়া থানাধীন তেলিগাতী ইউনিয়নের তেলিগাতী গ্রামস্থ আসামী মোঃ হিরা মিয়া (৪৬) এর দখলীয় বসতঘরের উত্তর পাশের কক্ষ।
৪) ঘটনার সংক্ষিপ্ত বিবরণ:
গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর নেত্রকোনা সদর ক্যাম্পের ক্যাপ্টেন জনাব আওরঙ্গজেব জয়
এঁর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় , নেত্রকোনার সমন্বয়ে গঠিত একটি রেইডিং টিম উল্লেখিত ঘটনাস্হল থেকে ৯০ (নব্বই) পিস ইয়াবা ও মাদক বিক্রয়লব্ধ নগদ অর্থ ২১,০০০/- (একুশ হাজার) টাকা সহ ০১ (এক) জনকে আটক করা হয়।
৫) আলামতের বিবরণ :
ক) জিপারযুক্ত সাদা রংয়ের একটি পলি প্যাকেটে মিথাইল অ্যামফিটামিনযুক্ত কমলা বর্ণের ইয়াবা নামীয় ট্যাবলেট ৯০ (নব্বই) পিস, যার ওজন ০৯ (নয়) গ্রাম।
খ) মাদক বিক্রয়লব্ধ নগদ অর্থ ২১,০০০/- (একুশ হাজার) টাকা।
৬)আসামীর পরিচয় :
১. মো: হিরা মিয়া(৪৬)
পিতা: মো: আব্দুল সাত্তার
মাতা: মোছা: আয়েশা আক্তার
সাং: তেলিগাতী
ইউনিয়ন : তেলিগাতী
থানা: আটপাড়া
জেলা: নেত্রকোনা
৭) গৃহীত আইনগত ব্যবস্থা: আসামীদের বিরুদ্ধে পরিদর্শক জনাব মো : আল আমিন বাদী হয়ে আটপাড়া থানায় একটি নিয়মিত মামলা দায়েরর প্রস্তুতি নিচ্ছেন