# ডিএনসি (DNC) নেত্রকোনা উদ্ধারকৃত আলামত: ১৬০ গ্রাম হেরোইন,৩৬ পিস ইয়াবা, নগদ ১,৫৬,৮০০ টাকা,০১ টি মোটর সাইকেল সহ ১(এক) জন আটক ও ১(এক) জন পলাতক। তারিখ ও সময়: ২০/০৩/২০২৫ ২১:৩০ ঘটিকা আসামি : ১. মোছা: হাফসা আকতার(২৬) গ্রেপ্তার স্বামী: মো: খোরশেদ আলম ২. মো: খোরশেদ আলম (৩২) পলাতক পিতা: মৃত মাহতাব উদ্দিন সর্ব সাং:মানিকদির, থানা:পূর্বধলা, জেলা: নেত্রকোনা ঘটনাস্থল : আসামীদ্বয়ের বসতভিটা গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পরিচালক জনাব জাফরুল্ল্যাহ কাজল এর সার্বিক তত্ত্বাবধানে সহকারী পরিচালক জনাব মো: নাজমুল হক এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নেত্রকোনা ও বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে অভিযানটি পরিচালনা করে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস