শিরোনাম
নেত্রকোনায়_'ক' সার্কেল_০২_(দুই)_কেজি_গাঁজাসহ_গ্রেফতার_০১!
বিস্তারিত
অদ্য ৩১/১২/২০২৩ ইং তারিখ মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নেত্রকোনার সহকারী পরিচালক জনাব তাহমিনা ইয়াসমিন মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে 'ক' সার্কেল উপ-পরিদরশক মো: খসরু আল মামুন এর নেতৃত্ব পূর্বধলা থানাধীন নারান্দিয়া গ্রামে অভিযান পরিচালনা করে ০২(দুই) কেজি গাঁজাসহ মাদক কারবারি মো: সিরাজ (৩৮) কে গ্রেফতার করে পূর্বধলা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।