শিরোনাম
নেত্রকোনা সদর থানাধীন ঠাকুরাকোনা ফেরীঘাট সংলগ্ন মেসার্স শেখ সাদী এন্টারপ্রাইজ নামীয় রড সিমেন্টের দোকানের পশ্চিম পাশে কলমাকান্দা-নেত্রকোনা সড়কের উপর অভিযান পরিচালনা করা হয়।
বিস্তারিত
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় , নেত্রকোনা কর্তৃক উদঘাটিত মামলার তথ্য :
১) ঘটনার তারিখ ৩০.০৭.২০২৫
২)সময়ঃ ০৮:৩০-০৯:০০ ঘটিকা।
৩) ঘটনাস্থল: নেত্রকোনা সদর থানাধীন ঠাকুরাকোনা ফেরীঘাট সংলগ্ন মেসার্স শেখ সাদী এন্টারপ্রাইজ নামীয় রড সিমেন্টের দোকানের পশ্চিম পাশে
কলমাকান্দা-নেত্রকোনা সড়কের উপর।
৪) ঘটনার সংক্ষিপ্ত বিবরণ:
গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পরিচালক জনাব জাফরুল্ল্যাহ কাজল এর সার্বিক তত্ত্বাবধানে সহকারী পরিচালক জনাব মো: নাজমুল হক এর নেতৃত্বে গঠিত একটি রেইডিং টিম উল্লেখিত ঘটনাস্হলে অবস্থান করে সন্দেহজনক একটি অটোরিকশা তল্লাশি করে গোপন চেম্বার হতে ১০৯ ( একশত নয়) বোতল অবৈধ ভারতীয় মদ সহ ০২ (দুই)জনকে আটক করা হয়।
৫) আলামতের বিবরণ :
ক) McDowell's No-1 Luxury WHISKY নামীয় ভারতীয় মদ ৪২ বোতল, প্রতি বোতল ৭৫০ মি: লি: করে মোট (৭৫০×৪২) ৩১৫০০ মি:লি: = ৩১.৫ লিটার
খ) McDowell's No-1 Luxury WHISKEY নামীয় ভারতীয় মদ ৬৯ বোতল,প্রতি বোতলে ৩৭৫ মি:লি: করে (৩৭৫×৬৭) ২৫১২৫ মি: লি=২৫.১২৫ লিটার
সর্বমোট = ৪২+৬৭ = ১০৯ বোতল ভারতীয় মদ যার ওজন ৫৬.৬২৫ লিটার
গ) একটি অটোরিকশা
৬)আসামীদের পরিচয় :
১. মো: তপন মিয়া(২৬)
পিতা: মো: শান্ত মিয়া
মাতা: মোছা: সাজেদা আক্তার
সাং: গিডুরপাড়া
ইউনিয়ন : লক্ষীগঞ্জ
থানা: নেত্রকোনা সদর
জেলা: নেত্রকোনা
২. মো: রাকিব হোসেন (৩২)
পিতা: মৃত আব্দুল জব্বার
মাতা: মোছা: লাল বানু
সাং: মইপুকুরিয়া
ইউনিয়ন : কৈলাহাটি
থানা: কলমাকান্দা
জেলা: নেত্রকোনা
৭) গৃহীত আইনগত ব্যবস্থা: আসামীদের বিরুদ্ধে পরিদর্শক জনাব মো : আল আমিন বাদী হয়ে নেত্রকোনা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়েরর প্রস্তুতি নিচ্ছেন।