০১/১০/২০২৪ ইং তারিখ নেত্রকোনা সদর থানাধীন হোসেনপুর এলাকাস্থ ঢাকা Bus Stand-এ DNC,নেত্রকোনা টিম কর্তৃক মাদকবিরোধী অভিযান পরিচালনা। উক্ত Bus Stand- এ শাহ জালাল নামক বাস কাউন্টারের উত্তর পাশ হতে জেলার কলমাকান্দা থানাধীন কলমাকান্দা সদর এলাকাস্থ চান্দুয়াইল গ্রামের মৃত-আলী নেওয়াজের ছেলে সোহেল রানা (২৬) এবং একই থানাধীন কলমাকান্দা সদর এলাকাস্থ বাদে আমতৈল গ্রামের মৃত- হোসেন আলীর ছেলে মোঃ আলমগীর (২৪) দ্বয়কে AC BLACK এবং McDowells নামক ভারতীয় ২২ (বাইশ) বোতল বিলাতী মদসহ গ্রেপ্তার। গ্রেপ্তারকৃত আসামিদ্বয়ের বিরদ্ধে নেত্রকোনা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।(DNC,নেত্রকোনা)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস