০৩/০৩/২০২৪ ইং তারিখে দিবাগত রাতে কলমাকান্দা থানাধীন সদর ইউনিয়নের বাসাউড়া গ্রামস্থ আসামি গোপাল সরকার(৬২)-এর বসতবাড়ির সামনের রাস্তায় অভিযান পরিচালনা করে HONDA নামক একটি মোটর সাইকেলের উপর বসা অবস্থায় আসামি গোপাল সরকার এবং প্রভাত সরকার ওরফে কাঁচা (৫৩) দ্বয়কে ০৩(তিন) কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। উক্ত মোটর সাইকেলটিও জব্দ করা হয়। আসামিদ্বয়ের বিরুদ্ধে কলমাকান্দা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। মামলা নং ৪/৫৫, তারিখঃ ০৪/০৩/২০২৪ ইং। ডিএনসি, নেত্রকোণা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস