০৬/১০/২০২৪ ইং তারিখ নেত্রকোনা সদর থানাধীন ঢাকা Bus Stand এলাকায় DNC,নেত্রকোনা টিম কর্তৃক মাদকবিরোধী অভিযান পরিচালনা। উক্ত Bus Stand- এ শাহ জালাল বাস কাউন্টারের উত্তর পাশ হতে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের রংগাছড়া গ্রামস্থ মোঃ মোস্তফা ও রত্না খাতুন দম্পতির ছেলে মাহফুজুর রহমান মারুফ (২০)কে ০৫ (পাঁচ ) বোতল বিলাতি মদ, মাদক ব্যবসার কাজে ব্যবহৃত OPPO নামক একটি Android মোবাইল সেট এবং SAMSUNG নামক একটি বাটন সেটসহ গ্রেপ্তার করা হয়। আসামির বিরুদ্ধে নেত্রকোনা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান। (DNC,নেত্রকোনা)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস