০৭/০৪/২০২৫ খ্রি. তারিখে পূর্বধলা থানাধীন নারান্দিয়া ইউনিয়নের বৌলাম সাকিনস্থ বৌলাম মন্ডলের বাজারের দক্ষিণ পাশে ময়মনসিংহ-নেত্রকোণা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশিকালে নেত্রকোণাগামী রফ রফ পরিবহনের একটি বাস তল্লাশি করে মোঃ শরিফ মিয়া (৩৫) নামক জনৈক ব্যক্তিকে কুপিজেসিক গ্রুপের বুপ্রেনরফিন নামক ইনজেকশন ১০০ (একশত) অ্যাম্পুল, ডায়াজিপাম গ্রুপের ইজিয়াম নামক ইনজেকশন ৫০(পঞ্চাশ) অ্যাম্পুল এবং প্রমিথাজিন হাইড্রোক্লোরাইড গ্রুপের ফেনারেক্স নামক ইনজেকশন ৪০(চল্লিশ) অ্যাম্পুলসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। আসামির বিরুদ্ধে পূর্বধলা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। (ডিএনসি,নেত্রকোণা)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস