১৩/০৩/২০২৫ ইং তারিখ দিবাগত রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয়, নেত্রকোনা টিম এবং বাংলাদেশ সেনাবাহিনী, নেত্রকোনা ক্যাম্প কর্তৃক জেলার রাজুর বাজার এলাকায় যৌথ চেক পোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি পরিচালনা করা হয়। উক্ত চেক পোস্ট চলাকালে ঢাকা অভিমুখী চন্দ্র ডিংগা ট্রাভেলস নামক একটি বাস তল্লাশি করে বাসের ব্যাটারি বক্স হতে ২৪ (চব্বিশ) বোতল Ice VODKA নামক ভারতীয় তৈরী বিদেশী মদ উদ্ধার করা হয়। জব্দকৃত মদ পারস্পরিক যোগসাজশে পরিবহনকালে চাঁদপুর জেলার দক্ষিন মতলব থানার দক্ষিন দশআনী গ্রামের জহিরুল হক ও মৃত কল্পনা বেগমের ছেলে সবুজ মিয়া (৩৪) এবং নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার রংছাতি ইউনিয়নের চৈতা গ্রামের আব্দুল বারেক ও ফাতেমা খাতুনের ছেলে রুবেল মিয়া (২২) দ্বয়কে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে ১৪/০৩/২০২৫ ইং তারিখে নেত্রকোনা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের। অতঃপর, আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। (DNC,নেত্রকোনা)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস