শিরোনাম
ডিএনসি নেত্রকোণা কর্তৃক জেলার কেন্দুয়া উপজেলা হতে ১২ কেজি গাঁজা সহ ০২ জন আটক"
বিস্তারিত
#ডিএনসি নেত্রকোণা কর্তৃক জেলার কেন্দুয়া উপজেলা হতে ১২ কেজি গাঁজা সহ ০২ জন আটক"
তথ্যসূত্রে জানা গেছে, ২৩/০৪/২০২৫ তারিখ ২৩:০০ ঘটিকার সময় সহকারী পরিচালক জনাব মো:নাজমুল হক এর নেতৃত্বে ডিএনসি নেত্রকোণা একটি রেইডিং টিম গঠন করে নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার চিরাং ইউনিয়ন এর চকবাট্টা গ্রামস্হ আসামী মো: বাবুল মিয়া (৪৫) এর বাড়িতে অভিযান পরিচালনা করে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয় ও উল্লেখিত আসামীসহ সহযোগী মো: বাচ্চু মিয়া (৬৩) কে গ্রেপ্তার করা হয়।
আসামীদের বিরুদ্ধে নেত্রকোনা জেলা কার্যালয়ের উপপরিদর্শক জনাব আজগর আলী বাদী হয়ে কেন্দুয়া থানায় এজাহার দাখিল করেন।