Wellcome to National Portal
Main Comtent Skiped

"Give information to hotline +8801908-888888, stay safe, build a drug-free country"


Title
অদ্য ১৬ জুলাই, ২০২৫ খ্রি. তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণার
Details

অদ্য ১৬ জুলাই, ২০২৫ খ্রি. তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণার সহকারী পরিচালক জনাব মোঃ নাজমুল হক স্যারের নেতৃত্বে পূর্বধলা থানাধীন গোহালকান্দা ইউনিয়নের গোহালকান্দা (গরুহাট্টা) গ্রামস্থ অভিযান পরিচালনা করে অভিযুক্ত মানিক লাল রবিদাস (৫৬), পিতা- মৃত বিকু রবিদাস, মাতা- ফুলজুরি রবিদাস, সাং-গোহালকান্দা, থানা- পূর্বধলা, জেলাঃ- নেত্রকোণা কে বিকেল ৩:৩০ ঘটিকায় ১০ (দশ) লিটার অবৈধ চোলাইমদ সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মানিক লাল রবিদাস (৫৬), কে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয় এর পরিদর্শক জনাব মোঃ আল-আমিন বাদী হয়ে পূর্বধলা থানায় একটি এজাহার দাখিল করেন।

Images
Attachments
Publish Date
16/07/2025
Archieve Date
16/07/2026