Wellcome to National Portal
Main Comtent Skiped

"Give information to hotline +8801908-888888, stay safe, build a drug-free country"


Title
অদ্য ১৭ জুলাই, ২০২৫ খ্রি. তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণা কর্তৃক বারহাট্টা উপজেলার পশ্চিম মৌয়াটি ও দশদার ছোটপাড়া গ্রামস্থ অভিযান পরিচালনা করে
Details

অদ্য ১৭ জুলাই, ২০২৫ খ্রি. তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণা কর্তৃক বারহাট্টা উপজেলার পশ্চিম মৌয়াটি ও দশদার ছোটপাড়া গ্রামস্থ অভিযান পরিচালনা করে অভিযুক্ত ১. মোঃ মোবারক মিয়া (৩৬), পিতা- মৃত আঃ খালেক, মাতা- ফরিদা আক্তার, সাং- নোয়াগাঁও, ২. নূর আমিন (৩৭), পিতা- মোঃ কালা মিয়া, মাতা- মিনা আক্তার , সাং- পশ্চিম মৌয়াটি, ৩. সোলেমান (৫০), পিতা- মৃত আব্দুল আজিজ, মাতা- শওকত আরা, সাং- দশদার ছোটপাড়া, সর্ব থানা- বারহাট্টা , জেলাঃ- নেত্রকোনাত্রয়কে আটক করা হয়। ঘটনাস্থলে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব শামীমা আফরোজ মারলিজ অবৈধ মাদকদ্রব্য গাঁজা সেবন ও সংরক্ষণের জন্য মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থ দন্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করেন।

Images
Attachments
Publish Date
17/07/2025
Archieve Date
17/07/2026